স্বাধীনতা পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধের সময় যারা মানবতা বিরুধী অপরাধ করেছিল শেখ মজিবুর রহমান দালাল আইন করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে এসেছিলেন,সেই আইনে মোট লক্ষাধিক লোককে গ্রেপ্তার করা হয়েছিল,এর মধ্যে যাচাই- বাচাই করে ৩৫০০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। তদন্ত শেষে ১১০০০ হাজার জনের বিরুদ্ধে সার্জশীট দেওয়া হয়েছিল। এর মধ্যে ২২ জন কে ফাঁসি, ৬৮ জনকে যাবজ্জীবন, ৭৫২ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে ছিলেন আদালত।
তাদের বিরুদ্ধে খুন,ধর্ষণ,অগ্নিসংযোগের মত অভিযোগ আমলে এনেছিলেন।
বাকী ২৪০০০ জনের বিরুদ্ধে কোন অভিযোগ প্রমানিত না হওয়ায়, আদালত তাদেরকে খালাশ প্রদান করেন।
এই সব তথ্য আওয়ামী খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম একটি টকশোতে উপস্থাপন করেন।
এখন জাতি আপনাদের কাছে জানতে চায় ফাঁসীর আদেশ হওয়া সেই ২২ জন কারা ছিল ????
কোন্ ৬৮ জনকে যাবজ্জীবন সাজা দেয়া হয়েছিল ????
বিভিন্ন মেয়াদে সাজা প্রাপ্ত ৭৫২ জন কারা ছিল????
সেখানে কি বাংলাদেশ জামায়াত ইসলামীর এখন যাদের বিচার করা হচ্ছে তাদের কারো নাম ছিল?
যদি না থেকে থাকে, তাহলে কাদেরকে খুশি করার জন্য আজকে নেতৃবৃন্দকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে।
বিষয়টা পরিষ্কার করবেন কি?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন