শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৪

শয়তানের কাছে আত্মা বিক্রির ফাঁদে পা দেন নি তো ?

শেখ শওকত হোসেন নীলু ,রাজনীতিবিদ হিসাবে অনেক পরিচিতি তার ! বাম ঘরনার রাজনীতিবিদ হিসাবে তার উত্থান ,যেখানেই যান নিজের পছন্দের চেয়ার টা থাকা চাই , পান ও তিনি । তিনি বললেন আমরা নির্যাযিতদের পক্ষে , নির্যাতনকারীদের পক্ষে নয় । তাই নিজের পরামর্শ মুল্যায়িত না হওয়ায় মূলত ২০দলের কর্মকান্ডে তিনি অনিহা প্রদর্শন করলে, জোট থেকে বহিষ্কৃত হন তিনি। গঠন করেন ১০ দলীয় জোট ।
গতকাল হঠাৎ চ্যানেল ২৪ এ তার টকশো, যদিও লাইব দেখতে পারিনি । ফেইজবুকের কল্যানে তার বক্তব্যটাই শুধু দেখতে পেলাম । তিনি বললেন সরকারের উচিৎ নির্যাতিতদের পক্ষে থাকা ,কিন্তু বাংলাদেশে যে সরকারই ক্ষমতায় আসে ,তারাই নির্যাতন কারীদের পক্ষে অবস্থান নেয় । তিনি আরো বলেন আমরা নির্যাতিতের পক্ষে কাজ করবো।
নিলু সাহেব মানুষ যত প্রবিন হয় , কারো বুদ্ধি বাড়ে কারো কমে ,কেউ অত্ম মর্যাদা নিয়ে বেচে থাকতে চায় ,কেউ জীবন নিয়ে । আমি জানিনা আপনার বুদ্ধি বাড়ছে না কমছে ? আপনি কি জীবন নিয়ে বেছে থাকতে চাচ্ছেন, না আত্ম মর্যাদা নিয়ে ? আপনার বক্তব্য নির্যাতিতদের পক্ষে থাকার ,না নির্যাতিতদের সহমর্মিতা পাওয়ার?
ডা: রেজওয়ান সিদ্দিকী ক;দিন আগে রেডিও তেহরানের কথা বার্তা অনুষ্ঠানে কথা বলতে গিয়ে গনজাগরন মঞ্চের নেতৃবৃন্দের বিষয় নিয়ে বললেন যারা শয়তানের কাছে তাদের আত্মা বিক্রি করে দেয় তাদের চাহিদা মানুষের কাছে আবেগ সৃষ্টি করতে পারেনা ।
একই দিনে রাশেদ খান মেনন বলেছিলেন তাদের প্রয়োজনিয়তা ফুরিয়ে গেছে ,মানুষের কাছে এই মঞ্চের আর কোন প্রয়োজনীয়তা নাই ।
আমার কাছে কেন জানি জানতে ইচ্ছে হচ্ছে ড.রেজওয়ান সিদ্দিকির সেই বক্তব্য ; শয়তানের কাছে আত্মা বিক্রির ফাঁদে আপনি পা দেন নি তো ? নাকি আপনার প্রয়োজনিয়তা ২০ দলের কাছে তুলে ধরতে পারেননি ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন